ইসরায়েলের গণহত্যা বন্ধের পর গাজায় পুনরায় ব্যাংক সেবা চালু

ইসরায়েলের গণহত্যা বন্ধের পর গাজায় পুনরায় ব্যাংক সেবা চালু
ইসরায়েলের গণহত্যা বন্ধের পর গাজায় পুনরায় ব্যাংক সেবা চালু। ছবি : আনাদোলু

ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পর গাজার মধ্যাঞ্চলে পুনরায় ব্যাংক সেবা চালুর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মুদ্রা কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের মুদ্রা কর্তৃপক্ষ জানায়, তাদের অধীনস্থ প্যালেস্টাইন ব্যাংক এবং আরব ইসলামিক ব্যাংক মঙ্গলবার থেকে দেইর আল বালাহ ও নুসাইরাত অঞ্চলে কার্যক্রম শুরু করবে।

প্যালেস্টাইন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেইর আল বালাহ এবং নুসাইরাত শাখাগুলো মঙ্গলবার সকাল থেকেই সেবা দিতে শুরু করবে। একই সময় আরব ইসলামিক ব্যাংকও তাদের নুসাইরাত শাখার কার্যক্রম চালু করবে।

এর আগে, ১৯ জানুয়ারি ফিলিস্তিনের মুদ্রা কর্তৃপক্ষ সব ব্যাংককে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দেয়। যুদ্ধবিরতির পর পরই ব্যাংক সেবা পুনরায় চালু করার জন্য কয়েক মাস ধরে নানা পরিকল্পনা করা হয়েছিল।

মুদ্রা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, এসব পরিকল্পনা বাস্তবায়নের সময় কর্মী ও গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত কয়েক মাস ধরে গাজার বেশিরভাগ ব্যাংক নগদ অর্থের স্বল্পতায় ভুগছিল। ফলে গ্রাহকদের তাদের আমানতের খুব কম পরিমাণ অর্থ তুলতে দেওয়া হতো।

ইসরায়েলের হামলায় গাজার ব্যাংক ও এটিএম মেশিনগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের আগে গাজায় ৯৭টি এটিএম মেশিন চালু ছিল কিন্তু বর্তমানে মাত্র ৩টি মেশিন কার্যকর রয়েছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম ধাপে ৪২ দিন যুদ্ধবিরতি থাকবে এবং বন্দি বিনিময়সহ শান্তি আলোচনা চলবে। মিসর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে।

আমাদের ফলো করুন