মথুরায় মহিষের মাংস পাওয়ার অভিযোগে দুই মুসলিমকে হেনস্থা

মথুরায় মহিষের মাংস পাওয়ার অভিযোগে দুই মুসলিমকে হেনস্থা
মথুরায় মহিষের মাংস পাওয়ার অভিযোগে দুই মুসলিমকে হেনস্থা। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মথুরায় মহিষের মাংস রাখার অভিযোগে দুই মুসলিম ব্যক্তিকে আটক করে হেনস্থা করেছে কথিত গো-রক্ষকরা। ওই অঞ্চলে হি˚ন্দু˚ত্ব˚বlদী এই গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের কাছে মহিষের মাংস পাওয়ার পর গো-রক্ষকরা তাদের মারধর করে। পরে তারা স্বীকার করেন, মাংসটি মহিষের, গরুর নয়। তবে তারা দাবি তোলে, ওই অঞ্চলে কোনও মাংস নিয়ে প্রবেশের অনুমতি নেই।

বিশ্লেষকরা বলছেন, এতদিন গরুর মাংসের অজুহাত দেখিয়ে মুসলিমদের ওপর হামলা চালানো হলেও, এখন মহিষের মাংসের মতো বৈধ প্রাণী নিয়েও তাদের হয়রানি করা হচ্ছে। এতে স্পষ্ট যে, হিন্দুত্ববাদী ভারতের আসল টার্গেট মুসলিম সম্প্রদায় কে নিধন করা।

আমাদের ফলো করুন