সোমালিয়ার সেনাবাহিনীর অভিযানে আল কায়েদাপন্থী সশস্ত্র গোষ্ঠী আশ শাবাবের ৪০ সদস্য শহীদ হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে দক্ষিণ সোমালিয়ার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের শহীদ করা হয়।
গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি সরকারি সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ আবু বকর মোহাম্মদ জানিয়েছেন, সোমালি সেনাবাহিনী ও হিরশাবেলে রাজ্যের বেসামরিক বাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। এতে ৪০ জন আশ শাবাব সদস্য শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। পাশাপাশি সেনারা বির ইয়াবাল, বুর আবুতি, জেদ আলান ও আদো গুরি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে কয়েক সপ্তাহ আগে, গালমুদুগ রাজ্যের মসিগুয়াই এলাকায় আরেকটি অভিযানে আশ শাবাবের ৫০ সদস্যকে শহীদ করা হয়েছিল।
সোমালিয়া সরকার গত কয়েক বছর ধরে আল-শাবাবের বিরুদ্ধে ভয়াবহ অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে স্থানীয় উপজাতি ও আন্তর্জাতিক মিত্রদের সহায়তা পাচ্ছে দেশটি, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।
সূত্র: আনাদোলু এজেন্সি







