জেনিনে ইসরায়েলি বিমান ও স্থল হামলা, উদ্ধারকাজে বাধা

জেনিনে ইসরায়েলি বিমান ও স্থল হামলা, উদ্ধারকাজে বাধা
জেনিনে ইসরায়েলি বিমান ও স্থল হামলা, উদ্ধারকাজে বাধা। ছবি : আনাদোলু

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি বাহিনী গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে বিমান হামলা চালিয়েছে। এরপর সেনারা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের নিতে আসা অ্যাম্বুলেন্সগুলোর প্রবেশ আটকে দেয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান জেনিনের ডোয়ার আস সিনেমা এলাকায় বোমা হামলা চালায়। হামলার পর সেনারা সেখানে স্থল অভিযান চালায় এবং চারপাশ ঘিরে ফেলে।

২১ জানুয়ারি থেকে ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরে নিরবচ্ছিন্ন সামরিক অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে এ পর্যন্ত ১৬ জন ফিলিস্তিনি শহীদ ও ৫০ জনের বেশি আহত হয়েছে।

এদিকে গত সোমবার ইসরায়েল তুলকারেম শহরেও অভিযান চালায়। শহরের একটি ফিলিস্তিনি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যাতে দুজন শহীদ ও তিনজন আহত হয়। এরপর সেনারা শহরে ঢুকে অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

গাজায় সামরিক অভিযানের পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সহিংসতায় এ পর্যন্ত ৮৮০ জন ফিলিস্তিনি শহীদ, প্রায় ৬ হাজার ৭০০ জন আহত ও ১৪ হাজার ৩০০ জন আটক হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রায় ১৫৯ হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া ১৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হামলাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ বলে নিন্দা জানিয়েছে। তবে তেল আবিব বলছে, তারা নিরাপত্তা রক্ষার স্বার্থেই অভিযান চালাচ্ছে।

আমাদের ফলো করুন