আজ মুক্তি পাবে তিন ইসরায়েলি বন্দি: আবু উবাইদা

আজ মুক্তি পাবে তিন ইসরায়েলি বন্দি: আবু উবাইদাহা
হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। ছবি : সংগৃহীত

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে তারা বৃহস্পতিবার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে।

আবু ওবায়দা এক বিবৃতিতে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তুফানুল আকসা আজ বৃহস্পতিবার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। তারা হলেন—আরবেল ইয়াহুদ, আগাম বার্গার এবং গাদি মোশে মোসেস।

এদিকে হামাসের ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েল আজ ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, ৪৮ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত এবং ৩০ জন শিশু রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা গাজা থেকে মুক্তি পাওয়া বন্দিদের তালিকা হাতে পেয়েছে। তবে বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের পরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, আজ গাজা থেকে মোট আটজন বন্দিকে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।

চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে হামাস গাজা থেকে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, আর ইসরায়েল প্রায় ১,৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

এ পর্যন্ত চুক্তির আওতায় সাতজন ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, চুক্তির প্রথম ধাপে মুক্তি পাওয়ার কথা ছিল ২৬ বন্দির, কিন্তু তাদের মধ্যে আটজন ইতিমধ্যেই মারা গেছেন।পরবর্তী ধাপে মুক্তি, যুদ্ধ সমাপ্তি ও পুনর্গঠনের পরিকল্পনাপ্রথম ধাপের আলোচনার পর দ্বিতীয় ধাপে অবশিষ্ট বন্দিদের মুক্তি ও যুদ্ধ সমাপ্তির বিষয়ে আলোচনা হবে।

চূড়ান্ত ধাপে গাজার পুনর্গঠন এবং বন্দি অবস্থায় নিহতদের মরদেহ ফেরানোর পরিকল্পনা রয়েছে।

আমাদের ফলো করুন