বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি দলটির নেতাকর্মীদের দ্রুত বিচার কার্যকরের আহ্বানও জানান তিনি।
গতকাল বুধবার ২৯ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন।
হাসনাতের বক্তব্য, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ বিপ্লবীদের দমন করতে কঠোর পদক্ষেপ নিত। তার দাবি, সরকার যদি দ্রুত বিচার কার্যকর না করে, তবে শহীদের আত্মদান ও আহতদের ত্যাগ ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত করে এর নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।’