তারিখ প্রদর্শন
লোগো

২০২৪/২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মোট ২৪টি দল। নতুন লিগ ফরম্যাটে প্রথমবারের মতো আয়োজিত এ আসরে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে পৌঁছেছে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ড।

শেষ ষোলোতে সরাসরি কোয়ালিফাই করা দলগুলো:

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা, লা লিগা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা, সিরি আ থেকে ইন্টার মিলান, বুন্দেসলিগা থেকে বায়ার লেভারকুজেন, ফ্রেঞ্চ লিগ থেকে লিল শেষ ষোলো নিশ্চিত করেছে।

নকআউট ফেজ প্লে-অফ নিশ্চিত করা দলগুলো:

আটালান্টা, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ব্রেস্ট, সেল্টিক, ক্লাব ব্রুজ, ফেয়েনূর্দ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, মোনাকো, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), পিএসভি আইন্দহোভেন, রিয়াল মাদ্রিদ ও স্পোর্টিং সিপি প্লে-অফ খেলবে।

এলিমিনেশন নিশ্চিত হওয়া দলগুলো:

গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বোলোনিয়া, ক্রেভেনা জভেজদা, জিরোনা, ডিনামো জাগরেব, লাইপজিগ, সালজবুর্গ, শাখতার দোনেৎস্ক, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্টা প্রাগ, স্টুর্ম গ্রাজ, স্টুটগার্ট ও ইয়াং বয়েজ।

নকআউট পর্বের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে ১১/১২ ও ১৮/১৯ ফেব্রুয়ারি ২০২৫, যেখানে বিজয়ীরা শেষ ষোলোতে জায়গা করে নেবে।

শেষ ষোলো অনুষ্ঠিত হবে ৪/৫ ও ১১/১২ মার্চ ২০২৫, কোয়ার্টার-ফাইনাল হবে ৮/৯ ও ১৫/১৬ এপ্রিল ২০২৫ এবং সেমি-ফাইনাল হবে ২৯/৩০ এপ্রিল ও ৬/৭ মে ২০২৫।

২০২৪/২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে ২০২৫।

উয়েফা জানিয়েছে, এখনো লিগ পর্বের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বর্তমান অবস্থানের ভিত্তিতে দলগুলোর পরবর্তী রাউন্ড নিশ্চিত করা হয়েছে।

সূত্র: উয়েফা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *