নিউজনেস্ট

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে আ’লীগের হামলা, আহত ৮

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে আ’লীগের হামলা, আহত ৮
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে আ’লীগের হামলা, আহত ৮। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকল বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাত ৯টার দিকে শহরের পাচুরিয়ায় এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ১০-১৫ জন যুবক মেসে ঢুকে শিক্ষার্থীদের ‘সমন্বয়ক’ বলে গালিগালাজ করেন এবং লোহার পাইপ দিয়ে মারধর করেন। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে বারবার তাদের ওপর হামলা চালানো হচ্ছে। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহীন বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।’

গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, ঘটনার মূল অভিযুক্ত ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত