আফগানিস্তানের কান্দাহার থেকে বিপুল পরিমাণ শুকনো ডুমুর রপ্তানি হয়েছে। গত নয় মাসে প্রদেশটি থেকে ২৩,৪৯৫ টন শুকনো ডুমুর রপ্তানি করা হয়েছে, যার বাজারমূল্য ১৩০ মিলিয়ন ডলার।
কান্দাহার চেম্বার অব কমার্স জানিয়েছে, ভারত ছিল এই রপ্তানির প্রধান গন্তব্য। এছাড়া বেশ কিছু আরব দেশেও এই শুকনো ডুমুর পাঠানো হয়েছে।
চেম্বারের এক কর্মকর্তা বলেন, ‘কান্দাহারের শুকনো ডুমুরের মান অত্যন্ত ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেড়েছে। বিশেষ করে, ভারত ও আরব দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে।’
কর্মকর্তারা আরও জানান, আফগানিস্তানের অভ্যন্তরীণ বাণিজ্য সুবিধার উন্নতি হওয়ায় রপ্তানির পরিমাণ বেড়েছে। পাশাপাশি পরিবহন ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো সহজ হওয়ায় ব্যবসায়ীদের জন্য রপ্তানি আরও সহজ হয়েছে।
শুকনো ডুমুর কান্দাহার প্রদেশের একটি কৌশলগত কৃষিপণ্য হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক বাজারে এই ফলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে আফগান ডুমুরের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে কান্দাহারের অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে, কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
সূত্র: হুররিয়াত রেডিও