নিউজনেস্ট

লিবিয়া উপকূল থেকে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

লিবিয়া উপকূল থেকে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার
লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক।

গতকাল শনিবার ১ ফেব্রুয়ারি রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রেগা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া এলাকায় লাশগুলো পাওয়া গেছে। মরদেহগুলো প্রায় গলিত অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সঙ্গে কোনো ভ্রমণ নথিও পাওয়া যায়নি।

এর আগে, বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মৃতদেহগুলো উপকূলে ভেসে আসে। ঘটনাস্থলে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য একটি টিম পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা মাইগ্র্যান্ট রেসকিউ ওয়াচ জানায়, লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক ধাপে লাশগুলো উদ্ধার করে। গত কয়েক দিনে মোট ২০টি মরদেহ পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি বলে শনাক্ত হয়েছেন।

তবে নৌকাডুবির সঠিক সময় ও কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত