নিউজনেস্ট

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা। ছবি : সংগৃহীত

সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ হামলা চালানো হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল আইএসের একজন শীর্ষ পরিকল্পনাকারী ও তার সহযোগীরা। ট্রাম্প দাবি করেছেন, এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি তৈরি করছিল।

ট্রাম্প লিখেছেন, এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে আমাদের ওপর হামলার পরিকল্পনা করছিল। আমাদের হামলায় ওই গুহাগুলো ধ্বংস হয়েছে এবং লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে এতে বেসামরিক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘যারা আমেরিকানদের ওপর হামলা করতে চায় তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে—আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সোমালিয়ার গোলিস পর্বতে এ হামলা চালানো হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, এতে অসংখ্য বিদ্রোহী নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি বলে দাবি করেন তিনি।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এ হামলার বিষয়ে আগাম অবগত ছিলেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, সোমালিয়ায় দীর্ঘদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনই এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে দেশটিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত