নিউজনেস্ট

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি : সংগৃহীত

দেশে পর্যাপ্ত আমদানি ও মজুত থাকায় আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম ও বাজার তত্ত্বাবধানের কৌশল’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে অতীতের সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের জন্য সৎ উপার্জনের সুযোগ তৈরি করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে লোক দেখানো মনিটরিংয়ের পরিবর্তে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত