নিউজনেস্ট

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’, ১১ ঘণ্টা সড়ক অবরোধ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’, ১১ ঘণ্টা সড়ক অবরোধ
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’, ১১ ঘণ্টা সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার থেকে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী ও গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে ‘তিতুমীর ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এবার আন্দোলন শিথিল করা হবে না।

তাদের তিন দফা দাবি হলো—তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আইন উপদেষ্টার ক্ষমা প্রার্থনা।

এর আগে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীরা মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় সম্ভব নয়। অন্য ঐতিহ্যবাহী কলেজগুলোর বিষয়ও বিবেচনায় রয়েছে।

তবে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত