মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ভারতের তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল একপেশে জয় তুলে নেয়।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের হয়ে অভিষেক শর্মা মাত্র ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি ছক্কা ও ১০টি চার। এছাড়া রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে। মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল। ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩টি উইকেট নেন, পাশাপাশি অর্শদীপ সিং ও কুলদীপ যাদবও দারুণ বোলিং করেন।
এর আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। চতুর্থ ম্যাচে পুনেতে ১৫ রানের জয়ে ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ওই ম্যাচে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ৫৩ রান করেন, আর হর্ষিত রানা কনকাশন সাবস্টিটিউট হিসেবে নেমে ৩টি উইকেট নেন।
ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে, দলটি টি২০ ক্রিকেটে আগ্রাসী মানসিকতা গ্রহণ করেছে এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ কৌশল প্রয়োগ করছে, যা সিরিজে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
এই সিরিজ জয়ের মাধ্যমে ভারত ২০২৫ সালের টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী হয়ে উঠলো। অন্যদিকে, ইংল্যান্ডের জন্য এটি একটি হতাশাজনক সফর হিসেবে রয়ে গেল।