নিউজনেস্ট

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়তা নেই: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিশ্চয়তা নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কতদিন টিকবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই যে এই চুক্তি কার্যকর থাকবে।’

ট্রাম্প জানান, মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হবে।

এর আগে রোববার নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন। তার এই সফর বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

ইসরায়েলের দখলদার নীতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘ইসরায়েলের কাছে মধ্যপ্রাচ্যে মাত্র একটি ছোট্ট ভূখণ্ড রয়েছে।’

অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, তারা ১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে চান।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সহিংসতা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এ পর্যন্ত ৯০৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৭ হাজার, আর আটক হয়েছেন ১৪ হাজার ৩০০ জন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত