ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক উপলক্ষে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়া। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প অভিবাসন নীতি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনার বিষয়ে মোদির মনোভাব জানতে চান তিনি।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ভারত চায় যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দক্ষ ভারতীয়দের প্রবেশ আরও সহজ করতে।
ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি ভারতের রপ্তানি যুক্তরাষ্ট্রের আমদানির চেয়ে ৩২ বিলিয়ন ডলার বেশি।
এদিকে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। অতীতে ভারতকেও শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন তিনি। ফলে মোদি সরকার এই শুল্ক এড়াতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে কৌশলগত আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকে দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব, অভিবাসন নীতি ও শুল্কনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। ট্রাম্প প্রশাসন কি ভারতকে আরও ছাড় দেবে, নাকি নতুন চাপে ফেলবে—সেই প্রশ্নের উত্তর মিলবে বৈঠকের পরই!