অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলার প্রতিবেদনের সমালোচনা করেছেন। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম লিখেছেন, বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট উপেক্ষা করে শুধু তার ভারত অবস্থানের তথ্য দিচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে হত্যাকাণ্ড ও গুমের বিষয় উঠে এসেছে। তবে বিবিসি বাংলা এসব তথ্য এড়িয়ে গিয়ে বিপ্লবের পর গণগ্রেপ্তারের ওপর বেশি গুরুত্ব দিয়েছে।
তার মতে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ছত্রভঙ্গ করার পর প্রায় ২৫ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সময় গণগ্রেপ্তার হয়নি। এরপরও বিবিসি বাংলা সেই বিষয়কেই বেশি তুলে ধরছে।
শফিকুল আলম আরও অভিযোগ করেন, বিবিসি বাংলা শেখ হাসিনাকে প্রচারের সুযোগ দিলেও বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দেয়নি। তিনি বলেন, সংবাদমাধ্যমটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।