নিউজনেস্ট

কুলগামে সাবেক সেনা সদস্য নিহতের ঘটনায় পাঁচ শতাধিক কাশ্মীরি আটক

কুলগামে সাবেক সেনা সদস্য নিহতের ঘটনায় পাঁচ শতাধিক কাশ্মীরি আটক
কুলগামে সাবেক সেনা সদস্য নিহতের ঘটনায় পাঁচ শতাধিক কাশ্মীরি আটক। ছবি : মুসলিম মিরর

কাশ্মীরের কুলগামে সাবেক সেনা সদস্য মনজুর আহমদ ওয়াগের হত্যাকাণ্ডের পর পুলিশ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে। অধিকাংশ আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ বা প্রমাণ ছাড়াই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

গত সোমবার কুলগামের বেহিবাগ গ্রামে সন্দেহভাজন হামলায় ওয়াগ নিহত হন। তার স্ত্রী আইনা আখতার ও ভাগ্নি সায়না হামিদ আহত হন। ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ যাদের আটক করেছে তাদের অনেকেই সাধারণ মানুষ এবং কোনো ধরনের অপরাধে জড়িত নন। নিরাপত্তা বাহিনী বাড়িঘরে তল্লাশি চালিয়ে অনেককে থানায় ডেকে নিচ্ছে এবং বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

একটি মানবাধিকার সংগঠনের এক সদস্য বলেন, ‘কাশ্মীরে প্রতিটি ঘটনার পর সাধারণ মানুষকে টার্গেট করা হয়। অভিযোগ ছাড়াই শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।’

বিশ্লেষকদের মতে, কাশ্মীরে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর এই ধরনের ধরপাকড় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলছে। একজন রাজনীতিবিদ বলেন, ‘কাশ্মীরকে শান্ত করতে হলে দমন-পীড়নের বদলে আলোচনার পথ বেছে নিতে হবে। সাধারণ মানুষকে হয়রানি করলে সংকট আরও ঘনীভূত হবে।’

এদিকে পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা জঙ্গিদের সঙ্গে যুক্ত কিংবা তাদের সাহায্য করেছেন। তবে স্থানীয়রা বলছেন, বহু নিরপরাধ মানুষও এ অভিযানের শিকার হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের ধরপাকড় কাশ্মীরের সাধারণ জনগণের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে এবং শান্তির পরিবর্তে নতুন সংকট সৃষ্টি করতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত