ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, তাদের দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তিনি পরিষদকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তাই যুক্তরাষ্ট্র যেদিকে গেছে আমরাও সেই দিকে যাব। এর আগে, ট্রাম্প প্রশাসনও জেনেভাভিত্তিক এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনাকে সমর্থন করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের অসাধারণ পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। এটি পরীক্ষা করে দেখা দরকার।
তবে ফিলিস্তিনিরা এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। গাজার জনগণ বলেছে, যে পরিস্থিতিই আসুক না কেন, আমরা কখনোই গাজা ছাড়ব না।
এদিকে গাজায় মার্কিন সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেখা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, গাজার পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সব ধরনের সামরিক বিকল্প বিবেচনা করছে। এছাড়াও ওয়াশিংটন সফরের অংশ হিসেবে নেতানিয়াহু পেন্টাগনে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৭,৫৫২ জন শহীদ এবং ১,১১,৬২৯ জন আহত হয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম অফিসের দাবি, যারা নিখোঁজ, তাদের মৃত ধরে নিলে নিহতের সংখ্যা ৬১,৭০৯ ছাড়িয়েছে।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি লোক জিম্মি হয়।
সূত্র: মুসলিম মিরর







