নিউজনেস্ট

পাকিস্তানে সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল

পাকিস্তানে সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল
পাকিস্তানে সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল। ছবি : এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানে সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিল করেছে দেশটির সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে এই কোটা ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে ঘোষণা করে। আদালতের এই রায়ের পরই সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেয়।

এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, মৃত সরকারি চাকরিজীবীদের স্বামী বা স্ত্রী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সন্তানরা কোনো প্রতিযোগিতা ছাড়াই সরাসরি সরকারি চাকরি পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সবাইকে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি সন্ত্রাসী হামলায় নিহত হন, তাহলে তাদের পরিবারের জন্য কোটা বহাল থাকবে। পাশাপাশি মৃত সরকারি চাকরিজীবীদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও থাকছে।

তবে যারা ইতোমধ্যে এই কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরি পেয়েছেন, তাদের চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত