নিউজনেস্ট

কূটনৈতিক সম্পর্ক জোরদারে আফগান প্রতিনিধিদলের জাপান সফর

কূটনৈতিক সম্পর্ক জোরদারে আফগান প্রতিনিধিদলের জাপান সফর
কূটনৈতিক সম্পর্ক জোরদারে আফগান প্রতিনিধিদলের জাপান সফর। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাথে জাপানের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আফগানিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাপান সফরে গেছে। এ সফরে আফগান পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি ও স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে জাপানের গণমাধ্যম।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি তার ‘এক্স’ অ্যাকাউন্টে এই সফরের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামিক আমিরাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরকালে আফগান প্রতিনিধিরা জাপানি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিশ্লেষকদের ধারণা, এই সফরের মাধ্যমে আফগানিস্তান শুধু জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও মজবুত করতেও সচেষ্ট।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত