তারিখ প্রদর্শন
লোগো

আন্তর্জাতিক বাজারে ইসলামি ইমারাত আফগানিস্তানের প্রদেশ কান্দাহারের শুকনো ফলের চাহিদা বাড়ছে। এ বছর প্রদেশটি থেকে ৬২ হাজার টনের বেশি শুকনো ফল রপ্তানি করা হয়েছে। কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এ তথ্য জানিয়েছে।

কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সহ-সভাপতি প্রকৌশলী আবদুল বাকি বেনা জানান, রপ্তানির মূল পণ্যের মধ্যে ছিল ডুমুর, শুকনো মিষ্টান্ন (শুকরপারা) ও কিশমিশ। এসব পণ্যের মোট মূল্য ২৪৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

তিনি আরও জানান, কান্দাহারের শুকনো ফলের সবচেয়ে বড় ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

এর আগে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসে, আফগানিস্তানে ইসলামী ইমারাত ক্ষমতায় আসার পর দেশটি থেকে ভারতের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *