পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার তোফাপুর গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলামকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে নির্মমভাবে মারধর করেছেন এক হিন্দু নারী।
৫ মার্চ ট্রেনের যাত্রাপথে এই ঘটনাটি ঘটে এবং এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারী মাফিকুল ইসলামকে বারবার থাপ্পড় দিচ্ছেন। মাফিকুল ইসলাম ধুলিয়ান স্টেশন থেকে মালদায় যাচ্ছিলেন, যেখানে তিনি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন। সংঘর্ষের সূত্রপাত হয় ফারাক্কা স্টেশনে এবং দ্রুত তা শারীরিক নির্যাতনে রূপ নেয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারী অভিযোগ করেন যে মাফিকুল ইসলাম তার ভিডিও করছিলেন। তবে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাফিকুলের দাবি, তিনি মোবাইল ফোন ব্যবহারে খুব বেশি দক্ষ নন, কিন্তু ওই নারী তার ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে গালিগালাজ ও মারধর করেন।
ভিডিওতে দেখা যায়, মাফিকুল ইসলাম নিরুপায় হয়ে মার খাচ্ছেন এবং আত্মরক্ষার কোনো সুযোগ পাচ্ছেন না। অন্য এক যাত্রীর রেকর্ড করা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এদিকে এ ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে ওই নারীর আচরণের প্রশংসা করেন, যা সামাজিক মাধ্যমে আরও বিতর্ক উসকে দেয়।
এই ঘটনা ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ও জনপরিসরে ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মাফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি শুধু কাজে যাচ্ছিলেন এবং তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
সূত্র: এম এম