আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে এ বছর কমলার উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রাদেশিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর এই প্রদেশে প্রায় ৩,৫০০ টন কমলা উৎপাদিত হয়েছিল। তবে নানগরহার উপত্যকা কৃষি সংস্থা জানিয়েছে, এ বছর উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।
কর্তৃপক্ষের মতে, কয়েকটি কারণ এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে নতুন জাতের কমলা চাষ, অনুকূল আবহাওয়া ও পানির সহজলভ্যতা, বাগানের উন্নত পরিচর্যা এবং কৃষকদের জন্য সহায়তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি।
নানগরহার প্রদেশে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে, যা মূলত সেচখালের পাশে বিস্তৃত। এছাড়া সরকারি সহযোগিতায় সাধারণ জমিতেও বাগান গড়ে তোলা হয়েছে। ফলে প্রদেশটি খুব শিগগিরই সাইট্রাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে।
সূত্র: এইচআর