আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এই তথ্য জানিয়েছেন।
গতকাল বুধবার ৯ই এপ্রিল ফ্রান্স-৫ টেলিভিশনে এক বক্তব্যে ম্যাঁক্রো বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের লক্ষ্য এবং আমরা এটি আগামী মাসের মধ্যে করতে চাই। জুনে সৌদি আরবের সাথে জাতিসংঘের কনফারেন্সে আমরা একাধিক দেশের নেতাদের সাথে বসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করব।’
ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেন, ‘ফ্রান্সের এই স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’
ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনের জন্য আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত জানিয়ে আসছে। তবে এই প্রথমবার তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে ফ্রান্স। ফ্রান্স যদি সত্যিই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে এটি তাদের পররাষ্ট্রনীতির একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হবে।
এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারে ইসরায়েল। ইতোমধ্যেই তারা দাবি করেছে, বর্তমান সময়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পুরোই অদূরদর্শিতার পরিচয় হবে।







