এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা!

এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা!
এবার এক লাফে স্বর্ণের দাম বেড়ে ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার টাকা। ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে এই মূল্যবান ধাতু। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। বাজুস জানিয়েছে, আগামীকাল শুক্রবার ১১ই এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে। তবে ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে আবার দাম বাড়ানো হলো।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশে আগে কখনও স্বর্ণের এতো উচ্চ দাম দেখা যায়নি। ফলে এ দাম নতুন রেকর্ড হিসেবে ইতিহাসে স্থান করে নিল।

আমাদের ফলো করুন