গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি শহিদ

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি শহিদ
গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি শহিদ। ছবি: এএ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় এসব হামলায় আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪৬ জন। আহতদের অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আঘাত পান।

বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ১০ই এপ্রিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৯০০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণে গাজা উপত্যকার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ধ্বংসস্তুপের নিচে এখনও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

চলমান এই সংঘাতের ফলে গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। খাদ্য, পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা উপেক্ষা করে বর্বর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েই যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকেই প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি শহীদ এবং আরো ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আমাদের ফলো করুন