আফগানিস্তানের নানগারহার প্রদেশে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগানদের জন্য ৮ কোটি আফগানির (আফগান মুদ্রা) নগদ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় নয় হাজার পরিবারের মধ্যে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ফেরত আসা আফগানদের মানবিক সহায়তা ও পুনর্বাসনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে ফিরতি যাত্রা অব্যাহত থাকায় তাদের জন্য খাদ্য, চিকিৎসা ও আশ্রয়সহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো বহু আফগান অভিযোগ করেছেন, পাকিস্তানি পুলিশের হাতে তারা নানা ধরনের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। কেউ কেউ জানান, তাদের পর্যাপ্ত সময় না দেওয়ায় ঘরবাড়ি, মালপত্র এমনকি নিজেদের ছোটখাটো ব্যবসাও ছেড়ে আসতে হয়েছে।
একজন আফগান নাগরিক বলেন, ‘আমরা পরিবার নিয়ে শান্তিতে থাকছিলাম। হঠাৎ করেই পুলিশ এসে আমাদের বের করে দেয়। নিজের জিনিসপত্র তো দূরের কথা, কাপড়চোপড় ঠিকমতো নেওয়ার সুযোগও পাইনি।’
আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত অঞ্চলে জরুরি সহায়তা জোরদার করা হয়েছে এবং আরও সহায়তার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সূত্র: আরটিএ