কাশ্মীরে সেনাবাহিনীর নির্মম হামলার শিকার দিল্লির অধ্যাপকসহ সাধারণ মানুষ!

কাশ্মীরে সেনাবাহিনীর নির্মম হামলার শিকার দিল্লির অধ্যাপকসহ সাধারণ মানুষ!
কাশ্মীরে সেনাবাহিনীর নির্মম হামলার শিকার দিল্লির অধ্যাপকসহ সাধারণ মানুষ! ছবি: সংগৃহীত

ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনী সাধারণ নাগরিকদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় উঠেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, রাজৌরির সুন্দরবনি এলাকায় একটি সেনা চেকপয়েন্টে তিনজন যাত্রীসহ একটি গাড়ি আটকায় সেনাবাহিনী। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়ির দুইজন যাত্রী নিচে নেমে জানায় যে, তাদের সাথে থাকা তৃতীয় ব্যক্তি দিল্লিতে কর্মরত একজন সিনিয়র অধ্যাপক। এতে সেনাসদস্যরা হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে।তারা ওই অধ্যাপককে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে নির্মমভাবে মারধর করে। পাশাপাশি বাকি দুইজনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘নওশেরায় নিজের বোনের বিয়েতে যাওয়ার পথে অধ্যাপক লিয়াকত চৌধুরীকে নির্মমভাবে মারধর করেছে সেনা সদস্যরা।’ তিনি আরও বলেন, ‘নওশেরার লাম এলাকা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর সদস্যরা কীভাবে অধ্যাপক লিয়াকতকে পিটিয়েছে। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।’

এই বর্বরোচিত ঘটনার পর রাজৌরিসহ পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

আমাদের ফলো করুন