সন্ত্রাসী আরাকান আর্মি মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরের ‘টাউং বাজার’, ‘সাইউ জা’সহ ছয়টি গ্রামে রোহিঙ্গাদের ওপর নতুন নিয়ম জারি করেছে।
প্রতিটি পরিবারকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। যদিও নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি। গোষ্ঠীটি দাবি করেছে, মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে এলাকা রক্ষার জন্যই এই অর্থ প্রয়োজন।
তারা রোহিঙ্গা যুবকদেরও সেনাবাহিনীতে নিয়োগের জন্য প্রস্তুত রাখতে বলেছে। কবে বা কতজন নিয়োগ করা হবে, তা জানানো হয়নি।
স্থানীয়রা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও আতঙ্কিত। অনেকেই আগেই ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে জীবিকার সংকটে ভুগছেন। এখন আবার অতিরিক্ত অর্থ দিতে ও ছেলেদের যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন!
এর আগেও সন্ত্রাসী আরাকান আর্মি বহু রোহিঙ্গা তরুণকে জোর করে নিয়োগ দিয়ে তাদের যুদ্ধে পাঠিয়েছে। অনেকে যুদ্ধে প্রাণ হারিয়েছেন। আবার অনেকে এখনো তাদের দলে আছে।এই এলাকাগুলোতেই আগে পুড়ে যাওয়া গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে।
সম্প্রতি সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা দোকানদারদের ওপর দ্বিগুণ কর চাপিয়েছে। এর আগেও তারা বহু রোহিঙ্গাকে আটক, অপহরণ, উচ্ছেদসহ অবৈধভাবে ঘরবাড়ি ও জমি দখল করেছে।তাদের পুড়িয়ে দেওয়া গ্রামে এখন মগ গোষ্ঠী রাখাইন পরিবারদের বসানো হয়েছে। এমনকি রোহিঙ্গা শিশু ও বয়স্কদের দিয়েও জোরপূর্বক শ্রম করানো হচ্ছে।
সূত্র: এএনএ
উপমহাদেশ ডেস্ক
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link