মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরে পাঁচজন রোহিঙ্গা পুরুষকে অপহরণ করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। অপহরণের কারণ বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আরাকান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃতদের মধ্যে চারজন বুথিডাংয়ের আলাই চাউং গ্রামের বাসিন্দা। তারা হলেন—মোহাম্মদ রুশিত, ইউ লালু (গ্রামপ্রধান), সিদ আলম এবং মোহাম্মদ ফরকান। অপরজন, মোহাব্বতুল্লাহ, পাশের বাগোনা টাউং ইয়োয়ার গ্রামের বাসিন্দা।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা তাদের প্রিয়জনদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো খবর পাচ্ছেন না। অপহরণের কারণও এখন পর্যন্ত পরিষ্কার নয়।
বুথিডাংয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন
গত বছরের মাঝামাঝিতে বুথিডাংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই রোহিঙ্গাদের বিরুদ্ধে লাগাতার নিপীড়ন চালিয়ে আসছে সন্ত্রাসী আরাকান আর্মি। সম্প্রতি কারাগার থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে যাওয়া চার বন্দিকে প্রকাশ্যে হত্যা করেছে উগ্র এই সংগঠনটি। বন্দিরা অভিযোগ করেছিল, তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল।
এর আগেও বহু রোহিঙ্গাকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ তুলে আটক, অপহরণ ও বাস্তুচ্যুত করা হয়েছে। দখল করা হয়েছে রোহিঙ্গাদের জমি ও কৃষি খামার। পাশাপাশি তাদের অনেক গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো—রোহিঙ্গা জনগোষ্ঠীকে দুর্বল করে দিয়ে রাখাইন জাতিগোষ্ঠীর বসতি বাড়ানো।
সূত্র: এএনএ
উপমহাদেশ ডেস্ক
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link