সন্ত্রাসী আরাকান আর্মির হাতে শহিদ শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক রোহিঙ্গা মসজিদ!

আরাকান আর্মির হাতে শহিদ শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক রোহিঙ্গা মসজিদ!
আরাকান আর্মির হাতে শহিদ শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক রোহিঙ্গা মসজিদ! ছবি: সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের একটি ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী আরাকান আর্মি। উত্তর আরাকানের মংডু শহরে অবস্থিত এই মসজিদটি শত শত বছর আগে নির্মিত ও রোহিঙ্গা মুসলিমদের আবেগের জায়গা।

রোহিঙ্গা অধিকারকর্মী জাও মিন তুত এক ফেসবুক পোস্টে জানান, গত বৃহস্পতিবার দোউডন কেন্দ্রিয় মসজিদ নামের প্রাচীন এই মসজিদটি আরাকান আর্মির সেনারা ধ্বংস করে দেয়। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, ‘এদের না ক্ষমা, না বিস্মরণ।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে মসজিদটির ধ্বংসাবশেষের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে—যাতে দেখা যায়, একদিকে ভাঙা দেয়াল, ছিন্নভিন্ন ছাদ এবং জ্বালিয়ে দেওয়া কক্ষ।

এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা নয়। এটি রোহিঙ্গা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপর চলমান নিপীড়নের অংশ। বুথিডাং শহরের কিন টাউং গ্রামে এর আগে সন্ত্রাসী আরাকান আর্মি সব মসজিদ বন্ধের নির্দেশ দেয় এবং সম্প্রতি নির্মিত মসজিদগুলো ধ্বংস করে দেয়—যেগুলো রোহিঙ্গারা নিজেরাই গড়েছিলেন আগের ধ্বংসযজ্ঞের পর।

গ্রামবাসীরা জানায়, নামাজ পড়া, ধর্মীয় জমায়েত বা কোনো ইসলামী কার্যকলাপ এখন নিষিদ্ধ। কেউ এসবের চেষ্টা করলে গ্রেফতার বা নির্যাতনের শিকার হতে হয়।

আমাদের ফলো করুন