যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এসব সংস্থার মালিক, সিইও ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে মানবপাচারে জড়িত ছিলেন।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিনিয়ত অবৈধ অভিবাসন ও মানবপাচার চক্র শনাক্তে কাজ করছে। ভিসা নিষেধাজ্ঞার এই পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এ নিষেধাজ্ঞার আওতায় শুধু সাধারণ আবেদনকারীরাই নয়, বরং ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত ব্যক্তিরাও পড়তে পারেন।এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরালো হয়েছে। সম্প্রতি রশি দিয়ে বেঁধে ভারতীয়দের বিমানে তুলে ফেরত পাঠানোর ঘটনাও আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়।
যুক্তরাষ্ট্র বলছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও নাগরিক সুরক্ষায় তারা কঠোর অবস্থানে আছে এবং আইনের শাসন নিশ্চিত করতেই এই ব্যবস্থা।







