তারিখ প্রদর্শন

ডলারকে বাদ দিয়ে বাণিজ্যের পথে আফগানিস্তান ও রাশিয়া

ডলারকে বাদ দিয়ে বাণিজ্যের পথে আফগানিস্তান ও রাশিয়া
ডলারকে বাদ দিয়ে বাণিজ্যের পথে আফগানিস্তান ও রাশিয়া। ছবি: নিউজনেস্ট

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া প্রভাব কাটাতে এবার ভিন্ন পথে হাঁটার ঘোষণা দিল আফগানিস্তান। দেশটির ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে দুই দেশের নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহারের পরিকল্পনা চলছে। অর্থাৎ ডলার নয়, রুবল ও আফগানিকে ব্যবহার করেই লেনদেন করবে মস্কো ও কাবুল।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্প ও বানিজ্য মন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে জাতীয় মুদ্রায় বাণিজ্য চালুর বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।’ তিনি আরও জানান, শুধু রাশিয়া নয়, চীনের সঙ্গেও একই ধরনের বাণিজ্য কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাবুলে অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তানের এই উদ্যোগ শুধু অর্থনৈতিক বাস্তবতা থেকেই নয়, বরং ভিন্ন কূটনৈতিক অক্ষ তৈরি করার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা যেতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে বহু দেশই এখন বিকল্প খুঁজছে।

আফগানিস্তানের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশটির বৈদেশিক বাণিজ্যে ডলারের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আমাদের ফলো করুন