দখলকৃত জম্মু ও কাশ্মীরের ডোডায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করল হিন্দুত্ববাদী প্রশাসন

দখলকৃত জম্মু ও কাশ্মীরের ডোডায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করল হিন্দুত্ববাদী প্রশাসন
দখলকৃত জম্মু ও কাশ্মীরের ডোডায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করল হিন্দুত্ববাদী প্রশাসন। ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদরওয়াহ এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হিন্দুত্ববাদী ভারতীয় কর্তৃপক্ষ।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, দখলদার অঞ্চলের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে ২৭ মে পর্যন্ত। জম্মু অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সর্বসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই নিষেধাজ্ঞার আওতায় ৩৭টি টেলিকম টাওয়ারে ২জি থেকে ৫জি পর্যন্ত সব ধরণের মোবাইল ডেটা সেবা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওয়াই-ফাই সেবা আংশিকভাবে চালু রাখা হয়েছে। টেলিকম ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, মোবাইল ইন্টারনেট বন্ধের এই পদক্ষেপ ভারতের দখলদারিত্বের আরেকটি পরিষ্কার উদাহরণ। মোদি সরকার দখলকৃত কাশ্মীরে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করেছে। যারা ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলেন, তাদের অনেককে কালাকানুনের আওতায়—যেমন জননিরাপত্তা আইন (PSA) ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন (UAPA)—গ্রেফতার করে দমন করা হয়।

আমাদের ফলো করুন