তারিখ প্রদর্শন

ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, আক্রান্ত ছাড়াল এক হাজার

ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, আক্রান্ত ছাড়াল এক হাজার
ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, আক্রান্ত ছাড়াল এক হাজার। ছবি: সংগৃহীত

ভারতে আবারও দ্রুতগতিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। ইতিমধ্যে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সম্প্রতি একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৭৫২ জন।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে কেরালায়। সরকারি হিসাব বলছে, রাজ্যটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪৩০।

কেরালার পরে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে (২০৯), এরপর রয়েছে দিল্লি (১০৪), গুজরাট (৮৩), কর্ণাটক (৪৭), উত্তর প্রদেশ (১৫) ও পশ্চিমবঙ্গ (১২)। শুধু দিল্লিতেই গত এক সপ্তাহে নতুন করে ৯৯ জন আক্রান্ত হয়েছেন, যা রাজধানীতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও আক্রান্তের সংখ্যা এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে এক সপ্তাহের ব্যবধানে দ্রুত বাড়তে থাকা সংক্রমণ পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার কারণ তৈরি করছে। অনেকেই আশঙ্কা করছেন, এটি হয়তো নতুন কোনও ঢেউয়ের সূচনা হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আবারও স্বাস্থ্যবিধি জোরদার করার পরিকল্পনা নেওয়া হবে।

২০২০-২১ সালের দুঃসহ অভিজ্ঞতার পর ফের কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকায় ভারতীয় জনগণের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় দ্রুত হারে সংক্রমণ বাড়ছে, সেখানে স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। জনসাধারণকেও সাবধানতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়েছে।

আমাদের ফলো করুন