উত্তর গাজার বেইত হানুন এলাকায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গতকাল সোমবার রাতে নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের একটি টহল দল হেঁটে চলার সময় বিস্ফোরণ ঘটে। পরে আহতদের উদ্ধারে গেলে ওত পেতে থাকা ফিলিস্তিনি যোদ্ধারা গুলি চালায়, এতে হতাহতের সংখ্যা বাড়ে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৮৮৮ জন সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৪৪ জন স্থল অভিযানে। আহত হয়েছেন ৬ হাজারের বেশি।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড এই হামলার দায় স্বীকার করে একে “ইসরায়েলি সেনাবাহিনীর মর্যাদায় আরেকটি আঘাত” বলে মন্তব্য করেছে।
এদিকে ইসরায়েলি হামলায় গাজায় শহিদ ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫৭,৫০০; যাদের অধিকাংশই নারী ও শিশু। অঞ্চলটিতে এখন খাদ্য ও ওষুধ সংকট চরমে।
সূত্র: এএ