কাশ্মীরে ৫ আগস্টকে যুদ্ধের দিন ঘোষণা, অঞ্চলজুড়ে হরতালের ডাক!

কাশ্মীরে ৫ আগস্টকে যুদ্ধের দিন ঘোষণা, অঞ্চলজুড়ে হরতালের ডাক!
কাশ্মীরে ৫ আগস্টকে যুদ্ধের দিন ঘোষণা, অঞ্চলজুড়ে হরতালের ডাক! ছবি: সংগৃহীত

কাশ্মীরিরা ৫ আগস্টকে ‘যুদ্ধের দিন’ হিসেবে ঘোষণা করেছে। এছাড়া ওই দিনে জম্মু ও কাশ্মীরজুড়ে হরতালের ডাক দিয়েছে। প্রবাসী কাশ্মীরিদের প্রতি আহ্বান জানানো হয়েছে দিনটি ‘কালো দিবস’ হিসেবে পালন করে বিশ্বে ভারতীয় আগ্রাসনের চিত্র তুলে ধরার।

২০১৯ সালের ওই দিন ভারত একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। কাশ্মীরিরা এই সিদ্ধান্তকে অবৈধ ও দমনমূলক বলে দাবি করে এর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় এ উপলক্ষে সহস্রাধিক পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে বলা হয়েছে, ৩৭০ ও ৩৫(এ) ধারা বাতিল ছিল অসাংবিধানিক। এ সিদ্ধান্ত কাশ্মীরিদের স্বায়ত্তশাসন, পরিচয় ও অধিকার কেড়ে নিয়েছে।

পোস্টারগুলোতে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ কাশ্মীরের জনসংখ্যা কাঠামো পাল্টে দিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে বহিরাগতদের জন্য জমি, চাকরি ও সম্পদ দখলের পথ খুলে দেওয়া হয়েছে।

আমাদের ফলো করুন