ফের ২১ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাল ভারত

ফের ২১ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাল ভারত
ফের ২১ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাল ভারত। ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) ফের ২১ জন রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মেহেদী হাসান জানান, বাংলাদেশে ঠেলে দেওয়া এই রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১১ জন শিশু রয়েছে—সব মিলিয়ে ছয়টি পরিবারের সদস্য। তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়ে জম্মু ও কাশ্মীরে কাজ করছিলেন—হোটেল ও বাড়িঘরে শ্রমিক হিসেবে। ভারতের সংবাদমাধ্যম bdnews24 জানায়, প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের “অবৈধ বসবাস”-এর অভিযোগে গ্রেপ্তার করে এবং পরে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয়। এরপর BSF তাদের জোর করে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয়।

এই ধরণের ঘটনা নতুন নয়। চলতি মাসের ১১ জুলাই একইভাবে বাণীহাটা সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গা—যার মধ্যে শিশুরাও ছিল—জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। এর আগে, ভারতীয় সীমান্তরক্ষীরা আরও ১৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেয়।

আমাদের ফলো করুন