উত্তর গাজায় বিমান থেকে ত্রাণ ছুঁড়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে আহত করল ইসরায়েল

উত্তর গাজায় বিমান থেকে ত্রাণ ছুঁড়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েল
উত্তর গাজায় বিমান থেকে ত্রাণ ছুঁড়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েল। ছবি: আল জাজিরা

উত্তর গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ত্রাণ প্যালেট সরাসরি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে গত শনিবার, যখন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে—তারা “মানবিক ত্রাণ সরবরাহ সহজ করতে” একটি বিমান থেকে পণ্য ছুঁড়েছে।

তবে হামাস এ ঘটনাকে ‘বিপজ্জনক এবং প্রতারণামূলক মানবতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

এর মধ্যে গাজার নিরীহ জনসাধারণ মানুষ ক্ষুধা, বাসস্থান সংকট ও লাগাতার হামলার মুখে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

আমাদের ফলো করুন