আফগানিস্তানে ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের জাতীয় প্রকল্প শুরু

আফগানিস্তানে ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের জাতীয় প্রকল্প শুরু
আফগানিস্তানে ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের জাতীয় প্রকল্প শুরু। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশজুড়ে প্রতিটি জেলা বা ‘ডিরেক্টরেট’-এ মোট ৩১৮টি সরকারি হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই বৃহৎ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

এক বছরের অর্জনভিত্তিক উপস্থাপনায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কিছু প্রদেশে নির্মাণকাজ শুরু হয়ে গেছে।

তারা আরও জানান, মোট ৩১৮টির মধ্যে ২০টি হাসপাতাল নির্মাণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে পাঁচটি হাসপাতাল এরইমধ্যে ব্যবহারের জন্য হস্তান্তরও করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই প্রকল্পের ফলে ৭২ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে—যার মধ্যে স্বাস্থ্য খাতে ৪৭ হাজার এবং অবেশিষ্ট ২৫ হাজার পদে অ-পেশাদার (নন-প্রফেশনাল) কর্মীদের জন্য চাকরির ব্যবস্থা হবে।

দেশের সাধারণ মানুষ এই প্রকল্পকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ‘অভূতপূর্ব’ উদ্যোগ হিসেবে বর্ণনা করছেন। তারা বলছেন, এটি সরকার কর্তৃক প্রাথমিক সেবাদান এবং বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমাদের ফলো করুন