নিউজনেস্ট

রুপার্ট মারডক: একজন ভয়ঙ্কর ইসরায়েল-সমর্থকের বৃত্তান্ত

ছবি : দ্য নিউইয়র্কের সৌজন্যে

রুপার্ট মারডক থেকে মিডিয়া মুঘল

আজকের ইসরায়েলের এত বড় নেটওয়ার্ক গড়ে ওঠার পেছনে যেসব ব্যক্তির সহায়তা ছিলো সবচেয়ে বেশি, সে তালিকার উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে— রুপার্ট মারডক। ১৯৩১ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মারডক পুঁজিবাদী প্রজাতন্ত্র ব্যবস্থার প্রদত্ত সুযোগ সুবিধার সুবাদে রাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। ফলে দেশের শীর্ষ ১২ টি জাতীয় বা বাণিজ্যবিষয়ক সংবাদপত্রের মধ্যে ৭ টির মালিক বনে যান মারডক। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দেশের অর্ধেক রাজ্য এবং আঞ্চলিক রাজধানীগুলোতে মারডকের প্রচারযন্ত্রের কোন স্থানীয় বিকল্প মারডকের সামনে দাঁড়াতেই পারেনি। নিজের মিডিয়া কোম্পানির এই অপ্রতিরোধ্য সাফল্যে সারা বিশ্বে মিডিয়া মুঘল হিসেবে পরিচিতি লাভ করেন রুপার্ট মারডক।  

ইসরায়েলের বিশ্বব্যাপী প্রপাগান্ডা মিশনে অবাধ সহযোগিতা

ইসরায়েলের সহযোগিতায় রুপার্ট মারডকের চেয়ে কেউ এগিয়ে নেই।  ইসরায়েলের রাজনৈতিক অভিজাতদের সাথে দহরম-মহরম, ব্যক্তিগত সম্পর্ক ও ইসরায়েলের সাথে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্কসহ সব রয়েছে মিডিয়া মুঘলখ্যাত রুপার্ট মারডকের।

সারা বিশ্বে ইসরায়েলের প্রোপাগান্ডা কার্যক্রমের পরোক্ষ সহযোগী এবং বিশ্বব্যাপী ইসরায়েলের প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে আপন মিডিয়া সাম্রাজ্যকে অত্যন্ত সুচারুরূপে নিয়মিত ব্যবহার করে যাওয়া ইসরায়েলের অনানুষ্ঠানিক ডান হাত হচ্ছে, ১২৭ টি পত্রিকার মালিক (যার মধ্যে অনেকগুলো প্রভাবশালী প্রসিদ্ধ পত্রিকাও রয়েছে) এই রুপার্ট মারডক।

রুপার্ট মারডক তার মিডিয়ার ক্ষমতাবলে ইসরায়েলের ইচ্ছানুযায়ী নির্ধারণ করেছেন বিশ্বের অনেক দেশের রাজনৈতিক ভাগ্য।  রুপার্ট মারডকের মালিকানায় রয়েছে আমেরিকার বিখ্যাত পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এবং বিখ্যাত নিউজ চ্যানেল ফক্স নিউজসহ দ্য সান, দ্য টাইমস, দ্য সানডে টাইমস, হার্পার কলিন্স পাবলিশিং হাউসের মতো বিখ্যাত সংবাদমাধ্যম আর প্রকাশনা সংস্থা।

রুপার্ট মারডকের মানবতাবিরোধী যত ভূমিকা

রুপার্টের সবচে বড় মানবতা বিরোধী কাজ হচ্ছে, চলমান গাজা যুদ্ধে অনবরত ইসরায়েলের পক্ষে একপেশে সংবাদপ্রচার। ইসরায়েলের সুস্পষ্ট ও নির্মমতম মানবতাবিরোধী অপরাধের পক্ষে বয়ান তৈরি করা এবং নিপীড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। পাশাপাশি রুপার্ট নেতানিয়াহুর অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক এবং নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার অর্থ যোগানদাতা। ইসরায়েলকে দেওয়া বহু অর্থনৈতিক প্রতিশ্রুতিও রয়েছে রুপার্ট মারডকের।

ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান জেরুজালেম ফাউন্ডেশনকে অর্থ প্রদান করেন রুপার্ট মারডক। বিশ্বব্যাপী ইসরায়েল বয়কট, ইসরায়েলে বিনিয়োগ বন্ধ এবং ইসরায়েলের প্রতি নিষেধাজ্ঞার বিরুদ্ধে সকল কার্যক্রমের নেতৃত্ব দেন রুপার্ট মারডক। এমনকি ২০০৩ সালে ইরাকে চালানো অবৈধ মার্কিন আগ্রাসনের সমর্থন করেছিলো এই মাফিয়া। ইরাক আক্রমণের পক্ষে আন্তর্জাতিক ১৭৫ টি সংবাদপত্রের শিরোনাম করাতে চেষ্টা করেছিলেন তিনি।

বিখ্যাত শান্তিকর্মী এবং ফিলিস্তিনিদেরে অধিকারের পক্ষে উঁচু কন্ঠস্বর প্রসিদ্ধ ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি বার্নার্ড করবিনকে অসম্মানিত করার কারিগর ছিলেন রুপার্ট মারডক। ১৯৯২ সালের ব্রিটিশ নির্বাচনের ফলাফল কনজারভেটিভদের পক্ষে এবং ১৯৯৭ সালের নির্বাচনের ফলাফল লেবার পার্টির পক্ষে পরিবর্তন করেছিলেন তিনি।

মারডকের এমন ভয়ঙ্কর কর্মকান্ড আর ক্ষমতার দাপট কতটুকু তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য থেকেই স্পষ্ট বুঝা যায়। জো বাইডেন রুপার্ট মারডককে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষ বলে অভিহিত করেছেন।

সুহাইল শামীম
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত