তারিখ প্রদর্শন
লোগো

গত শনিবার ২১শে সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

বজ্রপাতে প্রাণ হারানো ৮ জনের মধ্যে ৫জনই সিলেটের। ৫জন হলেন: জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৩), একই উপজেলার ভিত্রিখেল গ্রামের আব্দুল মান্নান (৪৫), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মাসুক উদ্দিন (৪০), উত্তর দলইর মাঠির নুর উদ্দিন (৬০) এবং  গোয়াইনঘাটে রুকসানা বেগম (৪৭)।

অপরদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে মারা গিয়েছে ৬৫ বছর বয়সী কৃষক দ্বীন ইসলাম। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামে নিজের বাড়ির সামনে লাকড়ি আনতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ জনের । নিহত দুজন হলেন, দিনমজুর রুহুল এবং আশরাফ। কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তারা প্রাণ হারান।

উল্লেখ্য, স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *