পাকিস্তান সীমান্তের কাছে বিধ্বস্ত ইরানের হেলিকপ্টার

পাকিস্তান সীমান্তের কাছে বিধ্বস্ত ইরানের হেলিকপ্টার
পাকিস্তান সীমান্তের কাছে বিধ্বস্ত ইরানের হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

পাকিস্তান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে ইরানের একটি হেলিকপ্টার। এ ঘটনায় বিপ্লবী গার্ডের (রেভল্যুশনারি গার্ড) এক উচ্চপদস্থ কমান্ডার এবং পাইলট নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মাত্র দুজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কমান্ডার এবং অপরজন হেলিকপ্টারের পাইলট। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

আমাদের ফলো করুন