নিউজনেস্ট

গার্দিওলার টানা হারের রেকর্ড

গার্দিওলার টানা হারের রেকর্ড
গার্দিওলার টানা হারের রেকর্ড। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের সেরা কোচদের তালিকা যদি করতে বসেন, তাহলে নিশ্চিতভাবেই উপরের সারিতে থাকবে পেপ গার্দিওলার নাম। দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে কতশত অর্জন তার! গার্দিওলাই একমাত্র ম্যানেজার যিনি দুইবার মহাদেশীয় ট্রেবল জিতেছেন। পাশাপাশি লা-লিগা, বুন্দেসলিগা এবং প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও করেন তিনি। ম্যানসিটিকে টানা চার মৌসুমে লিগ শিরোপা জিতিয়ে নিজেকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বর্তমানে তিনি তার কোচিং ক্যারিয়ারের বাজে সময়টা পার করছেন। তাইতো পরপর চারটা ম্যাচ হারলেন। পুরো কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো এই লজ্জার রেকর্ডটা করলেন তিনি। টানা চার ম্যাচ হারা আর এমন কি! কিন্তু কোচের নাম যখন পেপ গার্দিওলা, তখন সেটা ঘটাও অসম্ভব ব্যাপার। কিন্তু ভাগ্যেরও তো একটা ব্যাপার আছে। সবসময় ভাগ্য সহায় হবে না—এটাই বরং স্বাভাবিক।

সেই ভাগ্যের রোষানলেই হয়তো ফেঁসে গেছেন স্প্যানিশ কিংবদন্তি এই কোচ। তা না হলে এতো ভালো স্কোয়াড নিয়েও কেউ ম্যাচ হারে? জয়-পরাজয় অবশ্য খেলারই অংশ। তাই বলে টানা চার ম্যাচ যখন আপনি হারবেন তখন তো বিষয়টা আসলেই ভাবনার।

এখন দেখা যাক, গার্দিওলা কীভাবে এই খারাপ সময়ের মোকাবেলা করেন। ফুটবলপ্রেমিদের বিশ্বাস—তিনি ফিরে আসবেন। আর সেই প্রবল বিশ্বাসের কারণ—তিনি গার্দিওলা।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত