রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিনে এসে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মঙ্গলবার এ বিষয়ে একটি নতুন ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন।
ডিক্রিতে বলা হয়েছে, যেসব দেশের পরমাণু অস্ত্র নেই, তাদের যদি কোনো তৃতীয় পক্ষ এ ধরনের অস্ত্র সরবরাহ করে, তবে রাশিয়া সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।
পেসকভের মতে, এটি রাশিয়ার প্রতিরক্ষা নীতিরই একটি অংশ। তিনি বলেন, আমরা সর্বদা পরমাণু অস্ত্র ব্যবহারের বিপক্ষে। তবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।
বিশ্লেষকরা মনে করছেন, দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় তিন বছরের এই সংঘাতে লাখো মানুষ নিহত হয়েছেন। তবুও শান্তি আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সূত্র: এএফপি