আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট হাসিনার আমলে গত ১৫ বছরে গুমের অভিযোগে স্বৈরাচারী হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
শুনানিতে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। যারা গুমের মতো অপরাধে জড়িত ছিলেন, তাদের পুরস্কৃত করা হতো।
তিনি আরও জানান, র্যাব, ডিবি, সিটিটিসি এবং ডিজিএফআই-এর মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো এই গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল। এ অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।