নিউজনেস্ট

আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা

আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা
আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করেছে আমেরিকা। ছবি: হুররিয়াত রেডিও

আফগানিস্তানের ইসলামি আমিরাতের ডেপুটি মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফতরাত সম্প্রতি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বর্তমান সরকারকে বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে।

মোল্লা ফতরাত এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসলামি আমিরাতকে এক ডলারও দেয়নি, বরং আফগান জনগণের বিলিয়ন ডলার চুরি করে সেই অর্থ ফ্রিজ করে রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের বক্তব্য সঠিক নয় এবং এর কোন প্রমাণ নেই। তিনি আরও উল্লেখ করেন, ইসলামি আমিরাত কখনো যুক্তরাষ্ট্র থেকে কোন সহায়তা আশা বা দাবি করেনি।

মোল্লা ফতরাত দাবি করেন, যুক্তরাষ্ট্র যে সহায়তার কথা বলছে, তা আসলে সেই অর্থ যা তারা আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার এবং দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের জন্য খরচ করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে এ ধরনের ব্যয়ের নামে মিথ্যা প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই ধরনের সহায়তা কখনো আফগান জনগণের সমস্যার সমাধান করেনি। বরং যুক্তরাষ্ট্রের এসব খরচ তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইসলামি আমিরাতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের তথ্য প্রকাশ করছে।

এদিকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, আফগানিস্তানে অর্থ পাঠানো একেবারেই অগ্রহণযোগ্য এবং এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, গত চার বছর ধরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রায় ৯ বিলিয়ন ডলার ফ্রিজ করে রেখেছে এবং এই বিশাল পরিমাণ অর্থ বর্তমান আফগান সরকারের জন্যও অবমুক্ত করা হয়নি। আফগানিস্তানের ইসলামি আমিরাত দাবি করেছে, এই অর্থ আফগান জনগণের অধিকার এবং তা ফেরত দেওয়া উচিত।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত