নিউজনেস্ট

উদ মাদানির পর ৪৮ ঘণ্টার মধ্যে তাবুল শহর পুনর্দখল সুদান সেনাবাহিনীর

উদ মাদানির পর ৪৮ ঘণ্টার মধ্যে তাবুল শহর পুনর্দখল সুদান সেনাবাহিনীর
উদ মাদানির পর ৪৮ ঘণ্টার মধ্যে তাবুল শহর পুনর্দখল সুদান সেনাবাহিনীর। ছবি: আনাদোলু এজেন্সি

সুদানের সেনাবাহিনী রবিবার জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলে অবস্থিত জাজিরা রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর তাবুল পুনর্দখল করেছে। গত ৪৮ ঘণ্টায় এটি তাদের দ্বিতীয় সফল অভিযান।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আমাদের সশস্ত্র বাহিনী, মিত্রবাহিনী এবং স্বেচ্ছাসেবকগণ শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) বিশাল ক্ষয়ক্ষতি করে বিদ্রোহীদের হাত থেকে তাবুল শহর মুক্ত করা হয়েছে।

তবে স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

তাবুল জাজিরা রাজ্যের দ্বিতীয় শহর, যা সেনাবাহিনী পুনর্দখল করেছে। এর আগে গত শনিবার, রাজ্যের রাজধানী উদ মাদানি পুনর্দখলের ঘোষণা দেয় সেনাবাহিনী। প্রায় এক বছর ধরে শহরটি আরএসএফের দখলে ছিল।

আরএসএফের নেতা মুহাম্মাদ হামদান দাগালো (হেমেদতি) স্বীকার করেছেন, তারা উদ মাদানির নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে তিনি এটিকে একটি পরাজয় হিসেবে দেখলেও, যুদ্ধের সমাপ্তি বলে মনে করছেন না।

২০২৪ সালের ২০ অক্টোবর, জাজিরা রাজ্যে নতুন সংঘর্ষ শুরু হয়। আরএসএফের স্থানীয় নেতা আবু আকিলা কিকেল বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে রাজ্যে সংঘর্ষ আরও তীব্র হয়।

বর্তমানে আরএসএফ রাজ্যের বেশ কয়েকটি অংশ দখল করে রেখেছে। তবে উদ মাদানি এবং এর নিকটবর্তী এলাকা, যেমন মানাকিল শহর, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা সংঘর্ষে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১৪ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রকৃত নিহতের সংখ্যা ১ লাখ ৩০ হাজারের কাছাকাছি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত