নিউজনেস্ট

রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে উড়িয়ে বার্সার সুপারকোপা জয়

দারুণ পারফর্ম করে গতকাল ম্যাচসেরা হন বার্সা অধিনায়ক রাফিনহা। ছবি: গেটি ইমেজস

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে গতকাল রাতে অনুষ্ঠিত সুপারকোপা দে এস্পানার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিকের অধীনে এটি ছিল কাতালানদের প্রথম শিরোপা জয়।

প্রথমার্ধেই গোল উৎসবে মেতে ওঠে দুই দল। মাত্র পাঁচ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে চমৎকার এক একক প্রচেষ্টায় গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন। তবে এর পরেই পাল্টা আক্রমণ চালিয়ে বার্সেলোনা ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয়।

২২ মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরায় বার্সেলোনা। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। এর ঠিক পরেই ব্রাজিলিয়ান তারকা রাফিনহার অনিন্দ্য সুন্দর একটি হেড থেকে আসে তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আলো ছড়ান রাফিনহা। ৪৮ মিনিটে দুর্দান্ত স্কিলে ডিফেন্ডারদের পরাস্ত করে গোল করে দলকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায়, কিন্তু তাদের লড়াই বার্সেলোনার আক্রমণভাগের সামনে ব্যর্থ হয়।

৫৯ মিনিটে গোলরক্ষক শেজনি ভুল করে এমবাপ্পেকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফ্রি-কিক থেকে রদ্রিগো চমৎকার এক গোল করে ব্যবধান ৫-২ করেন। এরপরও দশ জনের বার্সেলোনা দৃঢ়ভাবে রক্ষণের দেয়াল তৈরি করে রাখে এবং আর কোনো গোল হতে দেয়নি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উদযাপনে মেতে ওঠে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে হতাশায় ডুবিয়ে প্রথম শিরোপা জয় করে নেয় কাতালানরা।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত